ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২৬ সেপ্টেম্বর, ২০১৮, বুধবার। ১১ আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
১৭৭৭ - ব্রিটিশবাহিনী ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়া দখল করে।
১৯০৭ - নিউজিল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৫০ - ইন্দোনেশিয়া জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়।
১৯৫৯ - জাপানের হনসুতে দু’দিনব্যাপী টাইফুনে সাড়ে চার হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৬০ - ফিদেল কাস্ত্রো ইউএসআর-এর প্রতি কিউবার সমর্থন জানান।
১৯৭৩ - কনকর্ড প্লেন রেকর্ড সময়ে কোথাও না থেমে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়।

জন্ম
১৭৭৪ - জনি অ্যাপলসিড, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রোল মডেল পরিবেশবিদ।
১৮২০- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর (বাংলা: ১২২৭ বঙ্গাব্দের ১২ আশ্বিন, মঙ্গলবার) বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্ম। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য ১৯ বছর বয়সেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তার। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তা যুক্তিবহ ও অপরবোধ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। রচনা করেছেন জনপ্রিয় শিশুপাঠ্য বর্ণপরিচয়সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা।
১৯২৩ - দেব আনন্দ, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।
১৯৩২ - মনমোহন সিং, ভারতীয় রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী।
১৯৪৩ - ইয়ান চ্যাপেল, অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও সাবেক অধিনায়ক।
১৯৮১ - সেরেনা উইলিয়ামস, মার্কিন টেনিস খেলোয়াড়।

মৃত্যু
১৯৮৯ - হেমন্ত মুখোপাধ্যায়, খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক ও প্রযোজক।
১৯৯০ - আলবার্টো মোরাভিয়া, ইতালির খ্যাতনামা উপন্যাসিক।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।