ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

সমুদ্র তলদেশে ‘মাথাহীন মুরগি’!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
সমুদ্র তলদেশে ‘মাথাহীন মুরগি’! মাথাহীন মুরগি।

ঢাকা: সমুদ্র তলদেশের জগৎ নিয়ে আগ্রহ আর অজানার শেষ নেই। এবার অ্যান্টার্কটিকার তলদেশে খোঁজ মিলেছে এক অদ্ভুত প্রাণীর। বিজ্ঞানীরা এ প্রাণীর নাম দিয়েছে ‘হেডলেস চিকেন ‍মুনস্টার’ অর্থ্যাৎ মাথাহীন দৈত্যকার মুরগি।

গতবছর মেক্সিকোর উপসাগরে অদ্ভুতুড়ে এ প্রাণীটির খোঁজ পাওয়া যায়। এরপর ফের অ্যান্টার্কটিকার তলদেশে ক্যামেরায় ধরা পড়েছে প্রাণীটি।

ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, ‘হেডলেস চিকেন মুনস্টার’ সমুদ্রে সাঁতরাচ্ছে। মাথাহীন মুরগি।                                         অস্ট্রেলিয়ান অ্যান্টার্কটিক ডিভিশন কর্মসূচির নেতা দির্ক ওয়েলস ফোর্ড এক বিবৃতিতে বলেন, ক্যামেরায় ধরা পড়া ফুটেজগুলো শ্বাসরুদ্ধকর। পৃথিবীতে এরকম প্রজাতির প্রাণী দেখা যায় না।

বিজ্ঞানীরা বলছেন, অদ্ভুতুড়ে প্রাণীটি ‘সি কিউকাম্বার’ বা ‘সমুদ্র শশা’ প্রজাতির। এর বৈজ্ঞানিক নাম ‘এনিপনিয়াস্টেস এক্সিমিয়া’।

অদ্ভুতুড়ে এ প্রাণীটি বৃত্তাকার চোঙ্গা আকৃতির। এটি স্বচ্ছ প্রকৃতির। এর দেহ দৈর্ঘ্যে প্রায় ১০ ইঞ্চি।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।