ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

বাংলাদেশ-ভারতকে সমীহ করছে নেপাল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
বাংলাদেশ-ভারতকে সমীহ করছে নেপাল

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নেপাল। ম্যাচের আগে বাংলাদেশ এবং ভারতকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই ধরে নিলেন নেপালের কোচ ইয়াম প্রসাদ গুরাং।

গত বছর নেপালের মাটিতে তাদের হারিয়ে শিরোপা জয় করেছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তাইতা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও স্বাগতিকদের কঠিন প্রতিপক্ষ মানছেন নেপালের কোচ। যদিও বাংলাদেশ আগেই বলে দিয়েছে, কঠিনভাবেই লড়বে তারা।  

নেপালের কোচ বলেন, ‘আমাদের প্রস্তুতি ভাল, প্রতিযোগিতায় তা আমরা প্রদর্শন করতে পারব বলে আশা করছি। এটা অবশ্যই চ্যালেঞ্জ। বাংলাদেশ স্বাগতিক, তাদের সম্পর্কে ভাল ধারনা আছে। নিকট অতীতে দলটি ভাল ফুটবল খেলছে। ভারত দলও শক্তিশালী। ’

তবে সকলের জন্যই সমান সুযোগ থাকছে বলে মনে করেন গুরাং। নেপালের হয়ে সিনিয়র সাফে খেলা তিন ফুটবলার খেলছে এবারের দলে। তাদের নিয়েও আশাবাদি নেপালের কোচ। তিনি বলেন, ‘আমি মনে করি সকলের জন্যই সমান সুযোগ রয়েছে। যারা আগে গোল করতে পারবে, তাদের বেশি সুযোগ থাকবে। এবারের দলে সিনিয়র দলে খেলা তিন জন আছেন। তারা হলেন প্রীতি রায়, দীপা সাই ও আমিষা কারকি। তাদের অভিজ্ঞতা এখানে কাজে লাগবে। ’

নেপালের অধিনায়ক প্রীতি রায় নিজেদের নিয়ে আত্মবিশ্বাসি। তিনি বলেন, ‘প্রতিযোগিতার জন্য আমাদের প্রস্তুতি খুবই ভাল। আশা করছি এখানে আমাদের প্রতিভা প্রদর্শন করে ভাল ফলাফল করতে পারব। বাংলাদেশ স্বাগতিক, তাই সুবিধা নিয়ে খেলবে। ভারতের খেলোয়াড়রা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের অভিজ্ঞতাপুষ্ট। ভুটান দলটিও সাম্প্রতিক সময়ে ভাল করছে। সকল দলই প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত। আমরাও লড়াই করে জিততে চাই। ’

এই সাফে শিরোপা জয় করে সিনিয়র সাফে হারের প্রতিশোধ নিতে চান কিনা এমন প্রশ্নের জবাবে প্রীতি বলেন, ‘আমি একে প্রতিশোধ বলব না। আমি একে এমন একটা মঞ্চ হিসেবে দেখছি, যেখানে নিজেদের যোগ্য প্রমাণ করা যায়, ট্রফি জেতা যায়। ’

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।