প্রিমিয়ার লিগের এবারের শিরোপা জেতার পথ অনেকটাই এগিয়ে গেল লিভারপুল। সর্বশেষ তারা ওয়েস্ট হ্যামের জালে রীতিমতো গোল উৎসব করলো।
লন্ডন স্টেডিয়ামে গতকাল ৫-০ গোলে জিতেছে আর্নে স্লটের দল। সাত দিন আগে তারা ৬-৩ গোলে হারিয়েছিল টটেনহামকে। এবারের জয়ে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট হলো শীর্ষে থাকা লিভারপুলের। এক ম্যাচ বেশি খেলা নটিংহাম ফরেস্টের সংগ্রহ ৩৭ পয়েন্ট। ১৮ ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট তিনে থাকা আর্সেনালের। আর ৩৫ পয়েন্ট নিয়ে চারে চেলসি।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয় সফরকারীরা। বেশ কয়েকটি সুযোগও নষ্ট করে তারা। অবশেষে ৩০তম মিনিটে কাঙ্ক্ষিত গোল এনে দেন লুইস দিয়াজ। ৪০ মিনিট পার হওয়ার পর মোহামেদ সালাহর বাড়িয়ে দেওয়া বলে ব্যবধান দ্বিগুণ করেন কোডি গাকপো। বিরতির আগে নিজেই গোল করেন সালাহ। যেটি মিসরীয় ফরোয়ার্ডের এ মৌসুমে ২০তম গোল।
এরপর হুলেন লুপেতেগির নটিংহাম ম্যাচে ফেরার সুযোগই পায়নি। ৫৪তম মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান ৩-০ করেন লিভারপুলের ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড। শেষ বাঁশি বাজার মিনিট ছয়েক আগে ফের দারুণ এক অ্যাসিস্ট করেন সালাহ। যা থেকে গোল আদায় করে নেন দিয়োগো জোতা। নটিংহাম অবশ্য কয়েকটি সুযোগ পেয়েছিল। কিন্তু দুই অর্ধেই তাদের কয়েকটি শট বারে লেগে ফিরলে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হিয় তাদের।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এমএইচএম