ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফুটবল

গুয়ামের বিপক্ষে বাংলাদেশের হতাশার ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
গুয়ামের বিপক্ষে বাংলাদেশের হতাশার ড্র

দুইবার এগিয়ে গিয়েও এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে গুয়ামের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ২-২ গোলের হতাশার ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা।

এর আগে প্রথম ম্যাচে সিরিয়ার কাছে হেরেছিল ৪-০ ব্যবধানে।  

ভিয়েতনামের লাচ ট্রে স্টেডিয়ামে ম্যাচের ছয় মিনিটেই মিরাজুলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সেই লিড তারা ধরে রাখে ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত। তবে ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গুয়ামকে সমতায় ফেরান সুনতারো সুজুকি।

তবে বাংলাদেশ আবারও এগিয়ে যায় ম্যাচের ৮৯ মিনিটে। কিন্তু মঈনুল আহমেদের সেই গোলও শোধ করে দেয় গুয়াম। যোগ করা সময়ে দলটির হয়ে সমতাসূচক গোল করেন হারমোন।

বিরতি নিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর পরের ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৯ সেপ্টেম্বর শেষ ম্যাচে লড়বে ভুটানের বিপক্ষে। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে মারুফুল হকের দল।

বাংলাদেশ সময় : ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।