ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

সৌদিতেই থাকতে চান নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
সৌদিতেই থাকতে চান নেইমার

ইউরোপে থাকা অবস্থায় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর নেইমার জুনিয়রকেই সেরা ভাবা হতো। কিন্তু ইনজুরির কারণে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার।

যে কারণে গুঞ্জন শোনা যাচ্ছে সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে দিতে পারে তাকে। কিন্তু নেইমার আরও সময় এই ক্লাবে থাকার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন।  

গত বছর জাতীয় দলের বিশ্বকাপ বাছাইয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন নেইমার। এরপর লম্বা সময় পুনর্বাসনের পর দীর্ঘ এক বছর পর গত মাসে মাঠে ফেরেন তিনি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব এস্তেগলালের বিপক্ষে বদলি হয়ে নেমে ২৯ মিনিট খেলতে পারেন। এরপর ফের পড়েন ইনজুরিতে। পরবর্তীতে জানা যায় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া এই তারকা ফের ছিটকে গেছেন চার থেকে ছয় সপ্তাহের জন্য।  

অথচ এই ফরোয়ার্ডকে এখনও সৌদি প্রো লিগে নিবন্ধন করাতে পারেনি আল হিলাল। পিএসজি থেকে রেকর্ড ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফারে এই ক্লাবে যোগ দিয়ে তিনি খেলতে পারেন স্রেফ সাতটি ম্যাচ। ২০২৫ সালের জুনে সৌদি ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হবে তার। এদিকে তার শৈশবের ক্লাব সান্তোস এফসিও চায় নেইমারকে দলে ভেড়াতে। কিন্তু ব্রাজিলিয়ান এই তারকার চাওয়া ভিন্ন। তিনি আরও থাকতে চান আল হিলালে।  

ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম গোলডটকমের করা প্রতিবেদনে নেইমারের আল হিলালে থাকার ইচ্ছে প্রকাশের বিষয়টি উল্লেখ করা হয়। যেখানে সাবেক এই বার্সা ফরোয়ার্ড বলেন, ‘এমন একটি দেশে খেলা এবং বসবাসের সুযাগ পাওয়া মানুষের জন্য অনেক কিছু। এজন্যই আমি বলি, আমি এখানে অনেক ভালো আছি। আমি এখানে থেকে অনেক খুশি এবং সামনে আরও হবো। আমি নিশ্চিত, বাকি তারকারাও এখানে আসতে চাইবে। ’

‘আমি আশা করি সামনে অনেক তারকা এখানে আসার সুযোগ পাবে। তাছাড়া সবারই উচিত এখানে আসার সুযোগ পাওয়া, তারা যেন দেখে যেতে পারে আমি কতটা ভালো আছি। ’

নেইমারের এমন বক্তব্য তার সৌদিতে থাকার আগ্রহই প্রকাশ করে। এদিকে সান্তোস এই তারকাকে আবার পাওয়ার জন্য আশা প্রকাশ করেছে। পেলের মতো তাকেও বাকি সময়টা নিজেদের ক্লাবে চায় ব্রাজিলিয়ান ক্লাবটি।  

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।