ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

জিকো নয় মিতুলেই আস্থা কাবরেরার 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
জিকো নয় মিতুলেই আস্থা কাবরেরার 

মালদ্বীপের বিপক্ষে এবার দুই ধাপে খেলোয়াড়দের ক্যাম্পে ডাকেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। প্রথম ধাপে গোলরক্ষক আনিসুর রহমানকে না ডাকলেও পরেরবার ১১ ফুটবলারের সঙ্গে ডাক পান তিনি।

যদিও আজকের শুরুর একাদশে জায়গা পাননি আনিসুর।  

বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ সন্ধ্যা ৬টায় প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশকে মোকাবেলা করবে মালদ্বীপ। এই ম্যাচে গোলপোস্টের নিচে মিতুল মারমার উপরই আস্থা রাখছেন কোচ। এর আগে সর্বশেষ ম্যাচে ভুটানের বিপক্ষেও প্রথম গোলকিপার ছিলেন মিতুল।

এছাড়া আক্রমণভাগে রাকিব হোসেনের নেতৃত্বে আরও থাকছেন মোরছালিন ও ফয়সাল আহমেদ ফাহিম।  

বাংলাদেশ একাদশ: তপু বর্মণ (অধিনায়ক), মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন, রাকিব হোসেন, মোহাম্মদ ফয়সাল আহমেদ ফাহিম, মিতুল মারমা, ‍মোহাম্মদ শাকিল আহমেদ তপু, সোহেল রানা, মোহাম্মদ ঈসা ফয়সাল, সৈয়দ শাহ কাজেম কিরমানি, মোহাম্মদ সাদ উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।