ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

বাংলাদেশের শুরুর আক্রমণ সামলে ম্যাচে ধীরে ধীরে ফিরে আসে মালদ্বীপ। গোছালো আক্রমণের জবাবে ফায়দাও তুলে নেয় অতিথি দলটি।

খেলার ১৮ মিনিটে আলি ফাসিরের গোলে লিড নেয় আলি সুইজানের দল।  

প্রথমার্ধের বাকি সময় আর গোল পরিশোধ করতে পারেনি হাভিয়ের কাবরেরার দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিফা প্রীতি ম্যাচে বিরতির আগের ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে মালদ্বীপ।

খেলার পঞ্চম মিনিটে বা দিক দিয়ে কর্নারের কাছ থেকে উড়িয়ে মারেন ঈসা ফয়সাল। বক্সে থাকা মোরছালিনের হেডে বল যায় বক্সের অনেকটা উপর দিয়ে। ওই মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ। সেখান থেকে রাকিবের পা ঘুরে বল যায় হৃদয়ের কাছে। জটলার মধ্যে অবশ্য গোল আদায় করতে পারেনি বাংলাদেশ।

অষ্টম মিনিটে প্রতিপক্ষের ভুলে বক্সে বল পেয়ে যান ফাহিম। তবে রাকিবের কাছে ভুল কাটব্যাকে বল ক্লিয়ার করেন মালদ্বীপের ডিফেন্ডাররা। ১২ মিনিটে মিতুলের বাড়ানো বলে তপুর ভুলের খেসারত দিতে বসেছিল বাংলাদেশ। মালদ্বীপের নেইজ হাসান ক্রস দেন বক্সে। যদিও শেষ মুহূর্তে কোনো বিপদ হতে দেননি ঈসা।

১৫ মিনিটে ফাহিমের নেওয়া কর্নার কিক থেকে হেড নেন রাকিব। তবে অনেকটা ফাকায় থেকেও বল গোলে রাখতে পারেনি এই ফরোয়ার্ড। তবে তিনি মিনিট পর ভুল করেনি মালদ্বীপ। বক্সের সামনে ডান কোনা থেকে হামজার ফ্রি কিক থেকে হেডে বলে জাল জড়ান আলি ফাসির। গোলপোস্টে থাকা কিছুই করার ছিল না মিতুলের। ১-০ গোলে লিড নেয় অতিথিরা। প্রতি আক্রমণ থেকে বাংলাদেশ পেয়েছিল সমতায় ফেরার সুযোগ। তবে ফাহিমের ক্রস রাকিব পাওয়ার আগেই ক্লিয়ার করে মালদ্বীপ। খানিক বাদে সেটপিস থেকে সোহেল রানার জোড়ালো শট যায় বক্সের ওপর দিয়ে।

৩০ মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। কর্নারের বাম প্রান্ত থেকে ফাহিমের পাসে বক্সের সামনে থেকে গোলে শট রাখতে পারেননি রাকিব। তার বা পায়ের গতিময় শট বক্সের বাইরে দিয়ে বা পাস কাঁপায়। ৩৪ মিনিটে একটুর জন্য আবারও গোল মিস করে বাংলাদেশ। বক্সে রাকিবের শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের শরীরের লেগে বাইরে চলে যায়।  

বিরতির এক মিনিট আগে গোলবঞ্চিত হয় বাংলাদেশ। কর্নারের পর অনেকটা দূরে থাকা থাকা সোহেল ফাকায পেয়ে যান বল। এরপর তার নেওয়া জোড়ালো শট ফিরে আসে বারে লেগে। শেষ পর্যন্ত একগোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।