ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আরও দুই বছর বাফুফে সাধারণ সম্পাদক তুষার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
আরও দুই বছর বাফুফে সাধারণ সম্পাদক তুষার

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদককে পদটি বেতনভুক্ত। সেখানে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়ে থাকে।

আর্থিক জালিয়াতির কারণে গত বছরের ১৪ এপ্রিল ফিফা থেকে নিষিদ্ধ হন আগের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এরপর তিনমাসের চুক্তিতে বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয় ইমরান হোসেন তুষারকে।

তিন মাস পর চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়। যার মেয়াদ এই ডিসেম্বরে শেষ হওয়ার কথা। আজ বাফুফের নির্বাহী কমিটির সভায় তুষারের সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাফুফেতে কাজী সালাউদ্দিন যুগের অবসান হয়েছে। গত অক্টোবরে নতুন কমিটি দায়িত্ব নিয়েছেন। আজ নতুন কমিটির দ্বিতীয় সাধারণ সভা ছিল। সভায় সাধারণ সম্পাদকের চুক্তি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৩ সালের ২৭ এপ্রিল বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন তুষার। বাফুফের আগের সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী ছিলেন তিনি। তিন মাসের জন্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হওয়ার পর এক বছরের জন্য চুক্তি বৃদ্ধি হয় তার।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।