ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দ্রুতই নারী ফুটবলারদের টাকা পরিশোধের আশ্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
দ্রুতই নারী ফুটবলারদের টাকা পরিশোধের আশ্বাস

টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের পর নারী ফুটবলারদের দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অন্যন্য বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রতিশ্রুত টাকা দিলেও বাফুফের প্রতিশ্রুত অর্থ পায়নি মেয়েরা।

দ্রুতই সেই টাকা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।  

আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন কমিটির দ্বিতীয় সাধারণ সভা আয়োজিক হয়েছে। সভা শেষে নারী ফুটবলারদের দ্রুতই তাদের পুরস্কারের টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন বাবু। তিনি বলেন, ‘আজকে আমাদের অনেকগুলো এজেন্ডা ছিল। তিন ঘণ্টা ধরে মিটিং করেছি। আপনারা জানেন যে, এই টাকাটা আমাদের ভেতর থেকেই দেওয়া হবে। এজন্য আমাদেরকে একটু তাগাদা দেওয়া হয়েছে, যেন অতি তাড়াতাড়ি দিয়ে দিতে পারি। সভাপতি আমাদের তাগাদা দিয়েছেন। ’

এছাড়াও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। রেফারিরা সম্মানী ও ভাতা বৃদ্ধি নিয়ে সভাপতি তাবিথ আউয়াল বরাবর চিঠি দিয়েছিলেন। আজ সভার আগে রেফারিরা বাফুফে সভাপতিসহ নির্বাহী কমিটির সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সভায় রেফারিদের দাবি দাওয়া নিয়েও সিদ্ধান্ত হয়। এ নিয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘রেফারিদের দাবির প্রেক্ষিতে এবং আমাদের আলোচনায় তাদের ম্যাচ ফি ও ভাতা আগামী জানুয়ারি থেকে বৃদ্ধি পাবে। তাদের বকেয়ার বিষয়টি আমরা আলোচনা করে সমাধান করব। পাশাপাশি আমরা রেফাদিরে উন্নয়নের জন্য রেফারিজ একাডেমি করার সিদ্ধান্তও হয়েছে। ’

২০২৪-২৫ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে আটটি দল অংশগ্রহণ করবে। প্রথম বিভাগের ক্লাবগুলোও খেলার জন্য আবেদন করতে পারবে। বাফুফে ক্লাব লাইসেন্সিং বিচার করে খেলার সিদ্ধান্ত দেবে। চ্যাম্পিয়নশিপ লিগে কোনো রেলিগেশন থাকছে না আগামী মৌসুমে।

৯ নভেম্বর বাফুফের প্রথম নির্বাহী সভায় প্রায় বিশটি অ্যাডহক ও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অনুমোদন হয়েছিল। আজকের সভায় সেই কমিটিগুলো পূর্ণাঙ্গ হয়েছে। রেফারিজ, গ্রাউন্ডস, ফুটসাল ও কম্পিটিশন এই কমিটিগুলো গঠন হয়নি। আগামী সাত দিনের মধ্যে এই কমিটি গঠনের উদ্যোগের কথা জানিয়েছে বাফুফে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তারুণ্যের উৎসব করছে। সেই উৎসবে শামিল হতে বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ করতে চায়। এই লক্ষ্যে কয়েকটি জেলায় খেলা আয়োজনের ব্যাপারেও আলোচনা হয়েছে। বাফুফের পরবর্তী দুই নির্বাহী সভার একটি চট্টগ্রামে আরেকটি যশোরে অনুষ্ঠিত হবে। এই দুই সভা আয়োজনে ব্যয় বহন করবেন বাফুফের দুই সহ-সভাপতি ফাহাদ করিম ও শাহরিয়ার জাহদেী।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।