ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ফুটবল

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পেরেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পেরেজ

রিয়াল মাদ্রিদ আর ফ্লোরেন্তিনো পেরেজ যেন সমার্থক। টানা পঞ্চমবারের মতো লস ব্ল্যাঙ্কোসদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।

এবারের নির্বাচনে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না।

গতকাল রাতে রিয়ালের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘নির্বাচনে একজনই প্রার্থী থাকায় রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে পেরেজের নাম ঘোষণা করা হয়েছে। ’

রিয়ালের নির্বাচনী বোর্ড জানিয়েছে, আগামী ২০২৯ সাল পর্যন্ত ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে থাকবেন ৭৭ বছর বয়সী পেরেজ। এর আগে ২০০৯ সাল থেকে চারবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি।

সবমিলিয়ে ষষ্ঠবারের মতো রিয়ালের প্রেসিডেন্ট হলেন পেশায় ব্যবসায়ী পেরেজ। ২০০০ সালে প্রথমবার দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে ২০০৬ সালে পদত্যাগ করেছিলেন। তার আমলে রিয়ালের ফুটবল ও বাস্কেটবল দল মোট ৬৫টি শিরোপা জিতেছে।  

গত ৭ জানুয়ারি ক্লাবের নির্বাচনী বোর্ডকে নির্বাচন আয়োজনের অনুরোধ জানান পেরেজ। ১০ দিন পর নির্বাচনের বাইলজ অনুযায়ী, বিকল্প প্রার্থী না থাকায় একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।