ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ফুটবল

কোপা দেল রেতে বার্সার প্রতিপক্ষ ভালেন্সিয়া, রিয়ালের লেগানেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
কোপা দেল রেতে বার্সার প্রতিপক্ষ ভালেন্সিয়া, রিয়ালের লেগানেস

স্প্যানিশ সুপার কাপে মুখোমুখি হয়েছিল দুদল। সেখানে অবশ্য রিয়াল মাদ্রিদকে উড়িয়ে শিরোপা জিতে নেয় বার্সেলোনা।

আরও একবার মুখোমুখি হতে যাচ্ছে তারা। কোয়ালিফাই করলে কোপা দেল রের সেমিফাইনাল অথবা ফাইনালে দেখা যেতে পারে এল ক্লাসিকো।  

আজ আসরটির কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে ভালেন্সিয়ার বিপক্ষে খেলবে বার্সেলোনা। আর রিয়ালের প্রতিপক্ষ হয়েছে লেগানেস। লিগ টেবিলের দুইয়ে থাকা আতলেতিকো প্রতিপক্ষ হিসেবে পেয়েছে গেতাফেকে। আর ওসাসুনার বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে লড়বে রিয়াল সোসিয়েদাদ।

আগামী ফেব্রুয়ারির ৪-৬ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সেখানে কোয়ার্টার ফাইনাল উতরে গেলে সেমিফাইনালের ড্রয়ে দেখা যেতে পারে এল ক্লাসিকো।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।