ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফুটবল

ফের হারলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
ফের হারলো আর্সেনাল আর্সেনালের পরাজয় নিশ্চিত করা গোলটি আসে তরুণ রাইস-ছবি: সংগৃহীত

ওয়েস্ট হ্যামের কাছে ঘরে মাঠে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। এই নিয়ে তিন ম্যাচে তাদের দ্বিতীয় পরাজয়। এই হারের ফলে উনাই এমেরির শিষ্যদের চ্যাম্পিয়নস লিগে সরাসরি খেলার স্বপ্ন জোর ধাক্কা খেয়েছে।

শনিবার (১২ জানুয়ারি) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্ট হ্যামের ওই জয়ের নায়ক ক্লাবের যুব দল থেকে ওঠে আসা আইরিশ মিডফিল্ডার ডেকলান রাইস। আর্সেনাল থেকে ওয়েস্ট হ্যামে যোগ দেওয়া মিডফিল্ডার সামির নাসরির বানিয়ে দেওয়া বল দখলে নিয়ে দুর্দান্তভাবে গানারদের জালে জড়িয়ে দেন ১৯ বছর বয়সী তরুণ তারকা।

 

এই নিয়ে গত ২৪ বারের দেখায় দ্বিতীয়বারের মতো আর্সেনালকে হারানোর স্বাদ পেলো ওয়েস্ট হ্যাম।

চলতি মৌসুমে পঞ্চম হার নিয়ে মাঠ ছাড়ায় পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা চেলসির চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে গেল আর্সেনাল। কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গারের বিদায়ের পর মৌসুমের শুরুতে দারুণ করতে থাকা আর্সেনালের সামনে এখন ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হওয়া ছাড়া খুব বেশি উপায় নেই বললেই চলে।  

এখন আর্সেনালকে তাকিয়ে থাকতে হবে চেলসির পা হড়কানোর দিকে। তবে পঞ্চম স্থান অর্জন করতে পারলেও প্লে-অফে খেলার সুযোগ থাকছে। ২২ ম্যাচ শেষে ওয়েঙ্গারের শেষ মৌসুমের চেয়ে মাত্র ২ পয়েন্ট এগিয়ে আছে আর্সেনাল। তবে অবস্থান সেই পাঁচেই থেমে আছে।

আজকের ম্যাচে জয়ের পর অষ্টম স্থানে চলে এসেছে ওয়েস্ট হ্যাম।  

এদিকে এই ম্যাচে মাঠে তো দূরের কথা, বেঞ্চেও দেখা যায়নি আর্সেনালের অধিনায়ক মেসুত ওজিলকে। এর ফলে আর্সেনালে তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।