ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফুটবল

শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ ফাইল ফটো

গত মাসে বিশ্বকাপ বাছাইয়ের আগে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দুটি ম্যাচেই জিতেছিল স্বাগতিক বাংলাদেশ। কিন্তু, সাউথ এশিয়ান (এসএ) গেমসের শুরুতেই সেই ভুটানের বিপক্ষে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ।

নিজেদের মাটিতে গত দুই ম্যাচে ৪-১ ও ২-০ ব্যবধানে জিতেছিল জেমি ডের দল। এবার জেমি ডে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে গেছেন নেপালে।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোমবার (২ ডিসেম্বর) এসএ গেমসের ১৩তম আসরে জীবন-জামাল-সাদরা ১-০ গোলে হেরেছে। ফলে, পরাজয় দিয়ে দক্ষিণ এশিয়ান গেমসে ছেলেদের ফুটবলে যাত্রা শুরু করলো বাংলাদেশ।

ম্যাচের ৬৫তম মিনিটে ভুটানের ফরোয়ার্ড চেনচো গাইয়েলতসেন বাংলাদেশের জালে বল জড়ান।

১৯৯৯ সালে প্রথম এবং ২০১০ সালে দ্বিতীয় ও সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার ভারত অংশগ্রহণ না করায় আরেকবার সোনা জয়ের স্বপ্ন দেখছে লাল-সবুজরা। কিন্তু, গতবার ব্রোঞ্জ জেতা দলটির শুরু হলো পরাজয় দিয়ে।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় আগামীকাল মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।