ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সিরি আ’র বর্ষসেরা ফুটবলার রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
সিরি আ’র বর্ষসেরা ফুটবলার রোনালদো ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদো আর ভার্জিল ফন ডাইককে হারিয়ে এ বছরের ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। ফ্রান্সের রাজধানী প্যারিসে ২ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কারটি তুলে দেন গতবারের বিজয়ী লুকা মদ্রিচ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না জুভেন্টাসের তারকা রোনালদো। পাঁচবার ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ তারকা উপস্থিত ছিলেন আরেকটি জমকালো অনুষ্ঠানে।

মিলানে দেওয়া হয় ইতালির সর্বোচ্চ ফুটবল লিগ সিরি আ’র বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।

মেসির ব্যালন ডি’অর জয়ের রাতে ইতালির সর্বোচ্চ ফুটবল লিগ সিরি আ’র বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রোনালদো। জুভেন্টাসের হয়ে প্রথম মৌসুমেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে পুরস্কারটি জিতে নিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। সিরি আ’র খেলোয়াড়, কোচ, রেফারি, সাংবাদিক, বর্তমান ও সাবেক টেকনিক্যাল কমিশনারদের সর্বসম্মতিক্রমে সিরি আ’র বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি রোনালদোর হাতে তুলে দেওয়া হয়।

জুভেন্টাসের হয়ে অভিষেক মৌসুমেই সব মিলিয়ে ২৮টি গোল করেন রোনালদো। লিগে ৩১ ম্যাচ খেলে করেন ২১ গোল। দলকে জিতিয়েছেন সিরি আ’র শিরোপা।

রোনালদো এই নিয়ে তিনটি ভিন্ন লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে লিগের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন। পরে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে জিতেছিলেন লা লিগার শিরোপা, সেখানেও লিগের বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।