ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

স্ত্রীর জন্য স্বামীর অবসর, কিন্তু নিয়তির এ কী বিধান!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
স্ত্রীর জন্য স্বামীর অবসর, কিন্তু নিয়তির এ কী বিধান! সংবর্ধনা অনুষ্ঠানেই মারা যান ওই ব্যক্তির স্ত্রী

ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি, গলায় গাঁদা ফুলের মালা, হাতে একগুচ্ছ ফুল। চারপাশে খুশির আমেজ— বিদায় সংবর্ধনা অনুষ্ঠান চলছিল।

কিন্তু হঠাৎ সেই আনন্দময় মুহূর্ত ম্লান হয়ে যায় তার স্ত্রীর মৃত্যুতে এবং পুরো আয়োজন রূপ নেয় বিষাদে। এই ঘটনা ভারতের রাজস্থানের কোটা শহরের।  

দেবেন্দ্র সান্দাল নামে ওই ব্যক্তি নির্ধারিত সময়ের তিন বছর আগেই স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। কারণ তার স্ত্রী টিনা ছিলেন হৃদরোগে আক্রান্ত। স্ত্রীর যত্ন নিতে তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে চেয়েছিলেন স্বামী দেবেন্দ্র। তবে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানেই তার স্ত্রী মারা যান।

স্বামীকে টিনা বলছিলেন, আমার মাথা ঘুরছে। কথাটা বলেই তিনি ধীরে ধীরে নিজের চেয়ারে হেলান দিয়ে বসে পড়েন। তিনি ভেবেছিলেন, হয়তো সামান্য বিশ্রামে তার অবস্থা কিছুটা ভালো হতে পারে। এমন অবস্থা দেখে স্বামী দেবেন্দ্র পিঠে হাত বুলিয়ে দিচ্ছিলেন। তিনিসহ আরও কয়েকজন বলছিলেন পানি আনতে।

ক্যামেরার সামনে হাসতে বলার সময়ও টিনা দুলছিলেন। তিনি ক্লান্ত মুখে হাসিও দেন। তারপর হঠাৎই সামনে সাদা টেবিলের ওপর পড়ে যান। টেবিলটি গোলাপের পাপড়ি দিয়ে সাজানো ছিল। মুহূর্তটি ঘটনাস্থলে উপস্থিত কারো কারো মোবাইলের ভিডিওতে ধরা পড়ে।

স্বামী তৎক্ষণাৎ উঠে দাঁড়ান তাকে ধরতে। কিন্তু ততক্ষণে তিনি সম্পূর্ণভাবে পড়ে যান। কেউ একজন চিৎকার করে উঠছিলেন, কী হয়েছে। লোকজন সমস্বরে বলে উঠছিল, তার মাথা ঘুরছে, পানি আনো। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই নারী শাস্ত্রী নগরে দাদাবাড়ি এলাকায় তার স্বামীর সঙ্গে বাস করতেন। তার স্বামী সেন্ট্রাল ওয়্যারহাউসিং করপোরেশনের ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।