ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে নিউইয়র্ক-সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে নিউইয়র্ক-সিঙ্গাপুর

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে যৌথভাবে অবস্থান করছে নিউইয়র্ক ও সিঙ্গাপুর। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

 
 
প্রথমবারের মতো নিউইয়র্ক তালিকার শীর্ষে উঠে এলো। গত বছর শীর্ষে থাকা তেল আবিব রয়েছে তৃতীয় স্থানে।  

ইআইইউর বার্ষিক জরিপ প্রতিবেদন বলছে, বিশ্বের বড় বড় শহরগুলোতে জীবনধারণের গড় ব্যয় ৮ দশমিক ১ শতাংশ বেড়েছে।   

এর পেছনে ইউক্রেন যুদ্ধ এবং করোনার প্রভাবে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার দায় রয়েছে।  

ইস্তানবুলে মুদ্রাস্ফীতি অনেক বেড়েছে। শহরটিতে মূল্যস্ফীতি বৃদ্ধির হার ৮৬ শতাংশ, বুয়েন্স আয়ার্সে ৬৪ শতাংশ ও তেহরানে ৫৭ শতাংশ।  

নিউইয়র্ক তালিকার শীর্ষে উঠে আসার অন্যতম প্রধান কারণ হলো যুক্তরাষ্ট্রে উচ্চ মুদ্রাস্ফীতি। গত ৪০ বছরের মধ্যে এই বছর যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি। এ কারণে শীর্ষ ১০- এ রয়েছে লস অ্যাঞ্জেলস ও সান ফ্রান্সিসকো।  

১৭৩টি শহরে মার্কিন ডলারে খাদ্য কেনা এবং সেবা নেওয়ার খরচ এই জরিপে বিবেচনায় এনে থাকে। তবে চলতি বছর কিয়েভকে জরিপে আনা হয়নি।   
 
ইআইইউ বিশ্বের ১৭২টি শহরে ২০০টি পণ্য ও সেবার ৪০০টি একক দাম তুলনা করেছে।
 
এই জরিপে নেতৃত্বে থাকা উপাসনা দত্ত বলেন, ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা এবং চীনের শূন্য-কোভিড নীতির কারণে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।