ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইংলিশ চ্যানেলে নৌকা উল্টে ৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
ইংলিশ চ্যানেলে নৌকা উল্টে ৪ জনের প্রাণহানি

ব্রিটেন ও ফ্রান্সের মধ্যবর্তী ইংলিশ চ্যানেলে নৌকা দুর্ঘটনায় অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে বুধবার ব্রিটিশ উপকূলে নৌকাটি উল্টে যায়। শীতল পানি থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ রেডিও স্টেশন এলবিসি বলছে, অন্তত ৪৩ জনকে উদ্ধার করা হয়েছে।  

ছোট নৌকাটি ৫০ শরণার্থী ও আশ্রয়প্রার্থীকে নিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে চাচ্ছিল।  
 
বুধবার সরকারি মুখপাত্রের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এইচএম কোস্টকার্ড যৌথভাবে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চালিয়েছে। চারজনকে মৃত পাওয়া গেছে। তদন্ত চলছে। পরে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।  

মেরিটাইম ও কোস্টগার্ড এজেন্সি বলেছে, ফ্রান্স ও ব্রিটিশ নেভি, ইউকে বর্ডার ফোর্স, পুলিশসহ বেশ কয়েকটি সংস্থা এই উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমে অংশ নেয়।  

চারজনের প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।  

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।