ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সের জয় উদযাপনে গিয়ে গাড়ির ধাক্কায় কিশোরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
ফ্রান্সের জয় উদযাপনে গিয়ে গাড়ির ধাক্কায় কিশোরের মৃত্যু

বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে সেমিফাইনাল জিতে ফাইনালে ফ্রান্স। ম্যাচ শেষে জয় উদযাপনে দৌড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোরের প্রাণ গেছে।

ঘটনাটি ফ্রান্সের দক্ষিণাঞ্চলের শহর মন্টপেলিয়ার।  

কর্তৃপক্ষ বলছে, ওই কিশোর ম্যাচ শেষে দৌড়াতে গিয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ওই গাড়ির চারপাশে লোকজন ভিড় করছে।  
 
স্থানীয় এমপি নাথালি ওজিওল বলেন, অত্যন্ত দুঃখের বিষয় এই যে, একটি খেলার ইভেন্ট শেষ হলো ট্রাজেডিতে।  
 
দক্ষিণ হেরল্টের স্থানীয় এক নেতা বলেন, গাড়িটিকে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে পাওয়া গেছে। পুলিশ চালকের খোঁজ করছে।  

কাতারে ম্যাচ শেষের বাঁশি বাজার প্রায় আধ ঘণ্টা পর মন্টপেলিয়ারের উত্তর-পশ্চিম দিকে পেইলাদে জেলায় দুর্ঘটনাটি ঘটে ।

ফ্রান্সে মরক্কান কমিউনিটির অন্তত দেড় মিলিয়ন লোকের বাস। দুই দলের খেলাকে ঘিরে সমর্থকদের উত্তেজনা শহরের কেন্দ্রে ছড়িয়ে পড়ে। তারা বাজি পোড়াতে থাকে। পরে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে।  

পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশজুড়ে ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পুলিশ ১৬৭ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।