ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডায় আন্তঃনগর কোচ দুর্ঘটনায় আহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
কানাডায় আন্তঃনগর কোচ দুর্ঘটনায় আহত ৫০

কানাডায় ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে আন্তঃনগর কোচ দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। মেরিট শহরের নিকটে এই দুর্ঘটনা ঘটেছে, যেখানে শনিবার তাপমাত্রা মাইনাস ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল।

 

ব্রিটিশ কলাম্বিয়ার অভ্যন্তরীণ স্বাস্থ্য কর্তৃপক্ষ অরেঞ্জ কোড জারি করেছে। এর অর্থ হলো দুর্যোগ বা অনেক ক্ষয়ক্ষতিতে বিভিন্ন পরিষেবা সাড়া দেবে।  

এটি এখনো জানা যায়নি যে, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাস্থল রাজ্য রাজধানী ভিক্টোরিয়া থেকে ১৬০ মাইল দূরে।  

দুর্ঘটনার পর ৫০-এর বেশি লোককে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় কর্তৃপক্ষ এখনও তাদের অবস্থা সম্পর্কে কিছুই জানায়নি।
 
ব্রিটিশ কলাম্বিয়ার প্রধান ডেভিড ইবি এই দুর্ঘটনার খবর শুনে দুঃখ প্রকাশ করেছেন।  

শনিবার বিকেলে সেখানে আবহাওয়ার অবস্থা জানিয়ে বিশেষ বিবৃতি দেওয়া হয়েছে। বরফের মোটা স্তর থাকায় ওকানাগান কানেক্টরে ভ্রমণ চ্যালেঞ্জিং। বিবৃতিতে এমনটিই বলা হয়েছে।

আবহাওয়ার অবনতি হওয়ায় ক্রিসমাসের দিন মন্ট্রিল ও টরন্টোতে সব ট্রেন বাতিল করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ