তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্প আঘাত হানা অঞ্চল পরিদর্শন করেছেন। সোমবার ভোরে ভূমিকম্পটি আঘাত হানার পর বুধবার তিনি পরিদর্শনে যান।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের গাজিয়ান্তেপ অঞ্চলে। এরদোয়ান এর কাছাকাছি শহর কাহরানমারাস পরিদর্শন করেন।
কাহরানমারাস ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার ও অনুসন্ধান দল হিমশীতল আবহাওয়ার মধ্যেও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
কাহরামানমারাস পরিদর্শনের পর তিনি পাজারচিক জেলায় যাবেন- এমনটিই জানিয়েছিল রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলো। এরপর তার হাতায় প্রদেশে যাওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার এরদোয়ান ১০টি জেলায় জরুরি অবস্থা জারি করেন। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় বহু মানুষ হতাহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
আরএইচ