ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্প আঘাত হানা অঞ্চল পরিদর্শনে এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
ভূমিকম্প আঘাত হানা অঞ্চল পরিদর্শনে এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্প আঘাত হানা অঞ্চল পরিদর্শন করেছেন। সোমবার ভোরে ভূমিকম্পটি আঘাত হানার পর বুধবার তিনি পরিদর্শনে যান।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের গাজিয়ান্তেপ অঞ্চলে। এরদোয়ান এর কাছাকাছি শহর কাহরানমারাস পরিদর্শন করেন।

কাহরানমারাস ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার ও অনুসন্ধান দল হিমশীতল আবহাওয়ার মধ্যেও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।  

কাহরামানমারাস পরিদর্শনের পর তিনি পাজারচিক জেলায় যাবেন- এমনটিই জানিয়েছিল রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলো। এরপর তার হাতায় প্রদেশে যাওয়ার কথা রয়েছে।  

মঙ্গলবার এরদোয়ান ১০টি জেলায় জরুরি অবস্থা জারি করেন।  ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় বহু মানুষ হতাহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।