ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিজেদের পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
নিজেদের পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

জাতিসংঘের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে নিজেদের পূর্ব উপকূলের দিকে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও তার মিত্র রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার আগেই এমন কাণ্ড ঘটলো কিম জং উনের সেনাবাহিনী।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ শনিবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ দাবি করেছে। একই তথ্য জানিয়েছে জাপানের কোস্ট গার্ডও।

দক্ষিণ কোরিয়ার বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়া পূর্ব উপকূলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জাপান বলেছে, উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক।

দুই দেশ থেকে বিবৃতি এলেও পিয়ংইং এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।