ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারী যুদ্ধাস্ত্র-সরঞ্জাম হস্তান্তর করবে ওয়াগনার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
ভারী যুদ্ধাস্ত্র-সরঞ্জাম হস্তান্তর করবে ওয়াগনার

রাশিয়ার কাছে ভারী যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম হস্তান্তর করবে ভাড়াটে ওয়াগনার গ্রুপ।

মঙ্গলবার (২৭ জুন) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

খবর বিবিসি।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর সক্রিয় ইউনিটগুলোতে পিএমসি ‘ওয়াগনার’ ভারী সামরিক সরঞ্জাম হস্তান্তর করবে। এ বিষয়ে প্রস্তুতি চলছে। ’

এদিকে ওয়াগনার গ্রুপের বিরুদ্ধে করা ফৌজদারি মামলা তুলে নিয়েছে রাশিয়া।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বলেছে, গত সপ্তাহের শুরুর দিকে ওয়াগনার বিদ্রোহের চেষ্টা করলে তাদের নামে একটি ফৈজদারি মামলা হয়। এবার মামলাটি তুলে নেওয়া হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি বলেছে, ‘মামলাটি বাদ দেওয়া হয়েছে। কারণ বিদ্রোহে অংশগ্রহণকারীরা সরাসরি অপরাধ সংঘটনের লক্ষ্যে কাজ বন্ধ করে দিয়েছিল। ’

প্রসঙ্গত, ওয়াগনারের সৈন্যরা শনিবার ভোরে রোস্তভ-অন-ডন শহরে প্রবেশ করে এবং আঞ্চলিক সামরিক কমান্ড দখল করে নেয়। শনিবারের বিদ্রোহে দিনের বেশিরভাগ সময়, দক্ষিণ রাশিয়ান শহরটি ওয়াগনারের বিদ্রোহের কেন্দ্রে ছিল।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ২৭ জুন, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।