ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল ইয়াঙ্গুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
ভূমিকম্পে কাঁপল ইয়াঙ্গুন

মিয়ানমারের বাণিজ্যিক শহর ইয়াঙ্গুন ও তার আশপাশের এলাকাগুলোতে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।  

প্রায় ৮ মিলিয়ন জনসংখ্যার শহরে কমপক্ষে এক মিনিট স্থায়ী ছিল কম্পনটি।

এতে এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। খবর এএফপির

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় রাত ৮ টা ৫৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ইয়াঙ্গুন থেকে ৩৯ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর।

চলতি বছরের মে মাসে মিয়ানমারে পর পর দুটি ভূমিকম্প আঘাত হেনেছিল। গত ২ মে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে সেখানে। একই মাসের ২২ তারিখে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।  

এর আগে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে দেশটির আয়াবতী ও রাখাইন রাজ্যে দুটি ভূমিকম্প হয়েছিল। মিয়ানমারের ওই ভূকম্পন বাংলাদেশের কক্সবাজারেও অনুভূত হয়েছিল।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।