ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার কারাবন্দি বিরোধী নেতা নাভালনির খোঁজ মিলল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
রাশিয়ার কারাবন্দি বিরোধী নেতা নাভালনির খোঁজ মিলল

ক্রেমলিনের কড়া সমালোচক অ্যালেক্সি নাভালনি বেঁচে আছেন। তিনি সাইবেরিয়ায় এক পেনাল কলোনিতে বন্দি আছেন।

তার মুখপাত্র এমনটি জানিয়েছেন। খবর আল জাজিরার।  

কিরা ইয়ারমিশ নামে ওই মুখপাত্র সোমবার বলেন, আমরা নাভালনিকে পেয়েছি। তিনি উত্তর রাশিয়ার একটি পেনাল কলোনিতে বন্দি রয়েছেন।  

আগের কারাগার থেকে সরানোর পর গেল ৬ ডিসেম্বর থেকে নাভালনির সঙ্গে তার দল যোগাযোগ করতে পারছিল না।

নাভালনিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয়। ২০২১ সাল থেকে তিনি কারাবন্দি রয়েছেন।  

ইয়ারমিশ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লেখেন, আইনজীবী নাভালনিকে আজ দেখতে পেয়েছেন। উত্তর রাশিয়ার ইয়ামালো-নেনেটস জেলার খারপে আইকে-৩ পেনাল কলোনিতে তাকে নেওয়া হয়েছে।  

আরও পড়ুন: রাশিয়ার বিরোধী নেতা নাভালনি কারাগার থেকে নিখোঁজ

এর আগে নাভালনি মস্কোর ২৩৫ কিলোমিটার পূর্বে মেলেখোভোতে বন্দি ছিলেন।  

নাভালনির সহকারী আইভান ঝাদভ বলেন, ওই পেনাল কলোনিটি রাশিয়ার অন্যতম দুর্গম কলোনি। সেখানকার পরিবেশ বেশ প্রতিকূল।

তিনি বলেন, নাভালনিকে সরিয়ে নেওয়ার মাধ্যমে বোঝা যায় রাজনৈতিক বন্দিদের সঙ্গে কেমন আচরণ করা হয়।  

রুশ প্রেসিডেন্ট পুতিনের এ সমালোচক ২০২১ সালের জানুয়ারিতে দেশে ফিরলে গ্রেপ্তারের পরের মাসে তাকে কারাদণ্ড দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।