মিয়ানমারের একটি সামরিক প্লেন ভারতের মিজোরামে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের লেংপুই বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। ওই সময় প্লেনটিতে ১৪ আরোহী ছিলেন।
প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, মিয়ানমার থেকে ভারতে পালিয়ে আসা সামরিক বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে প্লেনটি পাঠিয়েছিল জান্তা কর্তৃপক্ষ।
আবহাওয়া জনিত কারণে লেংপুই-এর বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। আহত ব্যক্তিদের দ্রুত লেংপুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে।
বিদ্রোহীদের সঙ্গে সীমান্ত এলাকায় সংঘর্ষের পর গত সপ্তাহে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে পালিয়ে যান মিয়ানমারের ২৭৬ জন সৈন্য। এদের মধ্যে ১৮৪ জনকে ইতোমধ্যে ফেরত পাঠিয়েছে ভারত। বাকি ৯২ জনকে আজ আইজল এর লেংপুই বিমানবন্দর থেকে মিয়ানমারের সিত্তওয়ে নিয়ে যাওয়ার কথা ছিল।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এমএম