ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
রাশিয়ায় সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত

রাশিয়ায় ইলিউশিন আইএল-৭৬ নামে সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।

উড্ডয়নের সময় একটি ইঞ্জিন বিকল হলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনটি জানিয়েছে। খবর আরটির।

উড়োজাহাজটিতে আট ক্রু ও সাত যাত্রীসহ মোট ১৫ জন ছিলেন। রাজধানী মস্কো থেকে ২৫০ কিলোমিটার পূর্বে আইভানো অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অল্প উচ্চতায় উড়তেই উড়োজাহাজটির চারটি টার্বোফ্যান ইঞ্জিনের মধ্যে একটিতে আগুন ধরে যায়।  

গণমাধ্যমের খবর বলছে, উড়োজাহাজটির পাইলট আইভানোভো সেভেরনি বিমান ঘাঁটিতে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তা করতে পারেননি। তিনি দূরের একটি কবরস্থানের কাছে উড়োজাহাজটি নিয়ে বিধ্বস্ত করেন ।

আইএল-৭৬ হলো একটি ভারী পরিবহন উড়োজাহাজ। ১৯৭১ সালে এটি প্রথমবার আকাশে ওড়ে। এর তিন বছর পর এটি সামরিক সার্ভিসে আসে।  

সরকারি তথ্য অনুযায়ী ২০১৫ সালের মধ্যে এ ধরনের ৯৫০টি উড়োজাহাজ তৈরি হয়েছে। এর ওজন নেওয়ার ক্ষমতা ৪৭ টন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।