সিডনি: অস্ট্রেলিয়ার এক জেলের জালে আটকা পড়েছে লোনা পানিতে বসবাস করা ১০ ফুট লম্বা একটি কুমির।
কেয়ার্ন্স শহরের উত্তরে জোয়েল পেজ্জুট্টি নামের ওই জেলে স্রোতবাহী নালায় মাছ ধরার জন্য জাল ফেলেন।
বার্তাসংস্থা এএফপিকে পেজ্জুট্টি বলেন, ‘নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে আমি অনেক কুমির দেখেছি। কিন্তু এই ঘটনায় মুহূর্তের জন্য এটা আমার হৃৎকম্পন বন্ধ হয়েছিলো। ’
জেলে বলেন, ‘লোকে ভাবতে পারে মিথ্যা কথা বলছি এ জন্য আমি কুমিরের ছবি তোলার জন্য ক্যামেরা আনতে চলে যাই।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় প্রতি বছর লোনা পানির কুমিরের কবলে গড়ে দু’জনের মৃত্যু হয়। এসব কুমিরের অধিকাংশই ২৩ ফুট লম্বা এবং ওজন এক টনেরও বেশি হয়ে থাকে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ০১, ২০১০