ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের হামলায় শীর্ষ কয়েকজন কমান্ডার হারানোর পরও লেবাননের হিজবুল্লাহ শক্তভাবে দাঁড়িয়ে আছে।
বুধবার সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
খামেনি বলেন, হিজবুল্লাহ দুর্বল হয়ে গেলেও টিকে থাকবে। খবর আল জাজিরার।
তিনি বলেন, হিজবুল্লাহর কার্যকরী ও মূল্যবান কয়েকজন সদস্য শহীদ হয়েছেন, যা নিঃসন্দেহে গোষ্ঠীটিকে ক্ষতিগ্রস্ত করেছে, তবে এটি এমন কোনো ক্ষতি নয়, যা তাদের নতজানু করে ফেলতে পারবে।
ইরানের এ ধর্মীয় নেতা বলেন, হিজবুল্লাহর সাংগঠনিক শক্তি বেশ জোরালো। তাদের যোদ্ধারা বেশ শক্তিশালী। একজন শীর্ষ কমান্ডারের মৃত্যুতে তারা দুর্বল হবে না।
ফিলিস্তিনি ও লেবানিজ প্রতিরোধ চূড়ান্ত বিজয় অর্জন করবে, এ ঘোষণা দিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
পরিস্থিতি শান্ত হচ্ছে না
গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই লেবানন-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে হামলা-পাল্টা হামলা চলে আসছে।
লেবানন ও সিরিয়ায় হিজবুল্লাহর সদস্যদের ওপর ডিভাইস হামলা হলে গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে যায়।
দূর থেকে ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে হামলার দায় ইসরায়েলের ওপর চাপিয়েছে হিজবুল্লাহ। এতে অন্তত ৩৯ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন প্রায় তিন হাজার জন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এ হামলা সাইবার যুদ্ধে নতুন, ভয়াবহ এক বাঁক।
বুধবার তৃতীয় দিনের মতো ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননে বোমা হামলা চালিয়েছে। চলতি সপ্তাহে বিমান হামলায় লেবাননে ৫৫৮ জনের প্রাণ গেছে।
হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ইব্রাহিম আকিল ও ইব্রাহিম মুহাম্মাদ কুবাইসিসহ সাম্প্রতিক সংঘাতে গোষ্ঠীটির অনেক জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
আরএইচ