ইসরায়েলের দিকে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জয় দেখতে পাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। টুইটারে এমনটাই জানিয়ে ভূগর্ভস্থ একটি বড় অস্ত্রভাণ্ডারের ছবি প্রকাশ করেন তিনি।
খামেনি লিখেন, 'বিজয় আল্লাহর কাছ থেকে আসে এবং তা নিকটেই আছে। ' এরপর ভাঙা ভাঙা হিব্রু ভাষায় খামেনি পরে আরেকটি টুইটে লিখেন, 'বিদ্রোহের আঘাতগুলো জায়োনিস্ট শাসনের ক্ষয়ে যাওয়া ও পচন ধরা শরীরে আরও শক্তিশালী এবং যন্ত্রণাদায়ক হয়ে উঠবে। '
এদিকে এর আগে ইসরায়েলে মুহুর্মুহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেলআবিব, হাইফা ও জেরুসালেমের মতো প্রধান শহরগুলোতে এই হামলা হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছিল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এরপর লেবাননে স্থল আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এসবের পরিপ্রেক্ষিতেই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে তিনটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
এএইচএস
نَصرٌ مِنَ الله و فَتحٌ قرِيب... pic.twitter.com/l53SfjEslF
— KHAMENEI.IR | فارسی ?? (@Khamenei_fa) October 1, 2024