ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমা নিষেধাজ্ঞাকে ‘শত্রুতাপূর্ণ পদক্ষেপ’ বলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
পশ্চিমা নিষেধাজ্ঞাকে ‘শত্রুতাপূর্ণ পদক্ষেপ’ বলল ইরান

পশ্চিমাদের নতুন নিষেধাজ্ঞাগুলোকে ইরানের বিরুদ্ধে ‘শত্রুতাপূর্ণ পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার (১৬ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জর্দানের রাজধানী আম্মানে সাংবাদিকদের এসব কথা বলেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, গত সোমবার ২৭-সদস্যের ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে ব্যবহারের জন্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থানান্তরে অংশ নেওয়ার অভিযোগ এনে এয়ারলাইন্সসহ বিশিষ্ট ইরানি কর্মকর্তা ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও তেহরান বরবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

এ বিষয়টি তুলে ধরলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, এগুলো শত্রুতাপূর্ণ পদক্ষেপ। আঞ্চলিক উত্তেজনা প্রশমনে এসব পদক্ষেপ সহায়ক হবে না।

গত ১ অক্টোবর ইসরাইলে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া হিসেবে ইরানের তেলশিল্পের ওপর নিষেধাজ্ঞা সম্প্রসারিত করেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইরান বলেছে, এই অঞ্চলে তেহরানের জোটভুক্ত নেতাদের ও তার বিপ্লবী গার্ডের একজন জেনারেলকে হত্যার প্রতিশোধ হিসেবে হামলাটি চালানো হয়েছে।

গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেন থেকে ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী এই জড়িয়ে পড়তে আকৃষ্ট হয়েছে। ২০২৪ সালে ইরান ও বিশ্বশক্তির মধ্যে স্বাক্ষরিত একটি যুগান্তকারী পারমাণবিক চুক্তি থেকে ওয়াশিংটন নিজেকে একতরফাভাবে প্রত্যাহার করে নেওয়ার পর ইরান ইতোমধ্যে কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কারণে সংকট মোকাবিলা করছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত জুলাইয়ে দায়িত্ব গ্রহণের পর চুক্তিটি পুনরুজ্জীবিত করার ওপর অগ্রাধিকার দিয়েছেন।

বুধবার আরাগচি বলেন, পারমাণবিক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার তথাকথিত মাস্কাট প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে। তবে, অন্যান্য বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিনিময় এখনও চলমান।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।