কলকাতা: ভারতের অন্ধ্রপ্রদেশের আদিলাবাদ জেলার যোগাপুরের জঙ্গলে পুলিশের গুলিতে মাওবাদীদের দ্বিতীয় শীর্ষ নেতা চিরকুরি রাজকুমার ওরফে কমরেড আজাদ নিহত হয়েছেন।
ঘটানাস্থল থেকে পুলিশ একটি একে ৪৭ রাইফেল ও একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে।
নিহত আজাদের বিরুদ্ধে ৩২০টি মামলা রয়েছে। চারবছর ধরে পুলিশ তাকে ধরার চেষ্টা করছিল।
শুক্রবার দুপুরে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করে রাজ্য প্রশাসন জানায়, হায়দ্রাবাদ থেকে ৩০০ কিলোমিটার দূরে যোগপুরের গভীর জঙ্গলে মাওবাদীরা একত্র হয়েছিল। খবর পেয়ে বৃহস্পতিবার মধ্য রাতেই অভিযান চালায় পুলিশ।
শুক্রবার ভোরে মাওবাদীদের সঙ্গে পুলিশের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাওবাদীরা গ্রেনেড ও রকেট লাঞ্চার ব্যবহার করে।
পুলিশের প্রতিরোধের মুখে একপর্যায়ে মাওবাদীরা পালিয়ে যেতে বাধ্য হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ দু’টি লাশ উদ্ধার করে। এরমধ্যে একটি লাশ আজাদের বলে সনাক্ত করে রাজ্য পুলিশ। অন্য লাশের পরিচয় জানা যায়নি।
উল্লেখ্য, কমরেড আজাদ সিপিআই (মাওবাদী) কেন্দ্রীয় কমিটি ও পলিটব্যুরোর সদস্য। দলের সম্পাদক গণপতির পরেই তার স্থান। তাকে ধরিয়ে দেওয়ার জন্য ১২ লাখ রূপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
বাংলাদেশ স্থানীয় সময়: ২১৫৭ ঘণ্টা, জুলাই ০২, ২০১০