তেহরান: চুরির দায়ে অভিযুক্ত এক ব্যক্তির হাত কেটে ফেলেছে ইরানি কতৃপক্ষ। দেশটির পশ্চিমের হামেদান প্রদেশের মালায়ের শহরে আদালতের নির্দেশ অনুযায়ী এ শাস্তি কার্যকর করা হয়।
প্রতিবেদনটিতে আরো বলা হয়, “আদালতের রায় অনুযায়ী চোরের হাত কাটা হয়েছে। ” তবে এ শাস্তি কি জনগণের উপস্থিতিতে, নাকি কারাগারে অথবা কোন চিকিৎসকের উপস্থিতিতে বাস্তবায়ন করা হয়েছে তা জানা যায়নি।
উল্লেখ্য, ইরানে প্রচলিত শরীয়া আইন অনুযায়ী চুরির মত অপরাধের জন্য হাত কেটে ফেলা আইনগতভাবে বৈধ।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৮১৯ ঘণ্টা, জুলাই ৩, ২০১০