সিডনি: বিমানের ‘ব্ল্যাক বক্স’ উদ্ভাবক ড. ডেভিড ওয়ারেন সোমবার অস্ট্রেলিয়ায় মারা গেছেন। সোমবার মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ থেকে জানানো হয়, ১৯৫৩ সালে বিশ্বের প্রথম বাণিজ্যিক বিমান ‘কমেট’ দুর্ঘটনার তদন্তের সময় ব্ল্যাক বক্স তৈরির ধারণা তাঁর মাথায় আসে। সে-সময় তিনি মেলবোর্নভিত্তিক একটি প্রতিষ্ঠানে বিমানচালনাবিদ্যার গবেষক হিসেবে কাজ করতেন।
একই বিভাগের একটি বিবৃতিতে বলা হয়, “নিরাপদ বিশ্ব ভ্রমণের ক্ষেত্রে ওয়ারেনের তথ্য সংগ্রহকারী ব্ল্যাক বক্স অমূল্য অবদান রেখেছে। ”
১৯৫৬ সালে সর্বপ্রথম ুদ্রাকৃতির ব্ল্যাক বক্স তৈরি করেন তিনি। সে-সময় এটি চার ঘণ্টা কথা ও যন্ত্রপাতির পাঠ রেকর্ড পারতো। যদিও প্রাথমিক অবস্থায় কর্তৃপক্ষের এতে কোনো আগ্রহ ছিলো না।
বর্তমানে পৃথিবী জুড়ে যাত্রীবাহী বিমানগুলোতে ওয়ারেনের তৈরি ব্ল্যাক বক্স ব্যবহার করা হচ্ছে।
ওয়ারেন ১৯২৫ সালে অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার সন্তান ও সাত নাতি-নাতনি রেখে গেছেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৪১৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১০