লন্ডন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের প্রথম জোট সরকার বুধবার ক্ষমতা গ্রহণের ১০০ দিন পূর্ণ করলো। গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত একটি জরিপে বলা হয়েছে জোট সরকার এখনও রাজনৈতিক মধুচন্দ্রিমা পার করছে।
পত্রিকাটিতে প্রকাশিত জরিপে বলা হয়েছে ৪৬ ভাগ ভোটার মনে করে কনজারভেটিভ-লিবারেল ডেমোক্রেটিক জোট সরকার সঠিকভাবেই রাষ্ট্র পরিচালনা করছে। তবে ৩৬ ভাগ মনে করেন জোট সরকার সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারছে না।
জরিপে আরও বলা হয়েছে ৪৪ ভাগ ভোটার মনে করেন, প্রধান মন্ত্রী ডেভিড ক্যামেরন অর্থনৈতিক অগ্রগতিতে সঠিক পদক্ষেপ নিয়েছেন। তবে ৩৭ ভাগ ভোটার এর বিরোধিতা করেছে।
বাংলাদেশ সময়: ১২০০ঘণ্টা, আগস্ট ১৮,২০১০