ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘মহাবিশ্বে আমরা একা’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১
‘মহাবিশ্বে আমরা একা’

ম্যাসাচুসেটস: বিশ্ব যখন পৃথিবীর বাইরে অন্য গ্রহগুলোয় বুদ্ধিমান প্রাণীর সন্ধানে ব্যস্ত, সেই সময়ে যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী বলেছেন, ‘এই মহাবিশ্বে আমরা একদম একা’। অর্থাৎ মানবসদৃশ আর কোনো বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব নেই।



যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ড. হাওয়ার্ড স্মিথ মঙ্গলবার এ কথা বলেন।

তার এই দাবি ফলে, মহাবিশ্বে অন্য কোনো রূপে জীবনের অস্তিত্ব নেই। আর এর ফলে অন্য গ্রহে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব সম্পর্কিত এলিয়েন (ভিনগ্রহের প্রাণী) তত্ত্বে ফাটল ধরল।

তিনি দাবি করেন, ‘পৃথিবীর অন্য গ্রহে এমন কোনো বুদ্ধিমান প্রাণী নেই যাদের সঙ্গে আমাদের (মানুষের) তুলনা করা যায়। ’

স্মিথ ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, ‘আমরা দেখেছি, বেশিরভাগ গ্রহ এবং সৌরজগতের সঙ্গে আমাদের পৃথিবীর অনেক পার্থক্য রয়েছে। ’ জ্যোতির্বিজ্ঞানীরা ইতিমধ্যে এরকম ৫০০টি গ্রহের সন্ধান পেয়েছেন। এছাড়া আরও লাখ লাখ গ্রহ রয়েছে বলে অনুমান করা হয়।

ড. স্মিথ বলছেন, এর মধ্যে অনেক গ্রহ সূর্যের খুব কাছে অথবা এর থেকে অনেক দূরে। তার অর্থ এই দাঁড়ায়, এইসব গ্রহের ভূ-পৃষ্ঠের তাপমাত্রা জীবনের জন্য অনুকূল নয়। তিনি আরও বলেন, অন্য গ্রহগুলোর তাপমাত্রা এতবেশি যে সেখানে পানি পাওয়া অসম্ভব।

তিনি আরও বলেন, ‘আমাদের মতো খুব কমই সৌরজগত এবং গ্রহ আছে। তার অর্থ আমাদের সঙ্গে যোগাযোগ করার মতো অন্য গ্রহে বুদ্ধিমান প্রাণী থাকার সম্ভাবনা অত্যন্ত কম। ’

এর আগে স্টিফেন হকিং বলেছিলেন, আরও লক্ষ কোটি গ্যালাক্সি থাকার কারণে এটা অনুমান অত্যন্ত যৌক্তিক যে, অন্য কোথায় প্রাণের অস্তিত্ব রয়েছে। সাম্প্রতিককালে ইউনিভার্সিটি অব লন্ডনের গবেষকরা বলেন, প্রায় ৪০ হাজার গ্রহে এলিয়েনের অস্তিত্ব রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।