ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে জুলাইয়ে সেনা প্রত্যাহার শুরু: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

ওয়াশিংটন: আফগানিস্তানে দীর্ঘ নয় বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে আগামী জুলাই মাসে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে বলে মঙ্গলবার আবারও আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

কংগ্রেসে দেওয়া রাষ্ট্রীয় ভাষণে, মার্কিন সেনাদের আফগানিস্তানে জঙ্গিবাদ নিয়ন্ত্রণের জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘সামনে জুলাইয়ে আমরা সেনাদের দেশে ফিরিয়ে আনতে শুরু করবো। ’

২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তানের নিজস্ব নিরাপত্তা বাহিনীর হাতে দেশটির প্রতিরক্ষার দায়িত্ব তুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

তবে ওবামা বলেন, নির্ধারিত সময়ে ইরাক থেকে সেনা প্রত্যাহার করায় সেনারা তাদের মাথা উঁচু করে থাকতে পারবেন।

আফগানিস্তানে বর্তমানে ৯৭ হাজার সেনা মোতায়েন রয়েছে। ২০০৯ সালে ডিসেম্বরে ওবামার নির্দেশে তালেবান জঙ্গিদের নির্মূল করতে আফগানিস্তানে আরও ৩০ হাজার সেনা মোতায়েন  করা হয়।

আফগানিস্তানে তালেবান এবং আল কায়েদা জঙ্গিগোষ্ঠী যেন নতুন করে হামলা চালানোর ক্ষমতা অর্জন করতে না পারে সে লক্ষ্যে অভিযান পরিচালনা করে আসছে যুক্তরাষ্ট্রে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।