ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দেহঘড়ি: কোটি কোটি বছর ধরে একইরূপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১
দেহঘড়ি: কোটি কোটি বছর ধরে একইরূপ

লন্ডন: সব প্রাণীর আচরণ নিয়ন্ত্রণকারী ‘দেহঘড়ি’ কোটি কোটি বছর ধরে অপরিবর্তিত রয়ে গেছে। নতুন গবেষণায় এ তথ্য জানা গেছে।

খবর ডেইলি মেইল।

ইংল্যান্ডের কেমব্রিজ ও এডিনবার্গের দুটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের যৌথ সমীক্ষায় সার্কেডিয়ান ঘড়ি নিয়ে নিরীক্ষা করা হয়েছে। এ ঘড়ি ঋতুভিত্তিক কার্যক্রম যেমন ঘুমের চক্র থেকে প্রজাপতির স্থান পরিবর্তন সবকিছুই নিয়ন্ত্রণ করে।

প্রথম সমীক্ষাটি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অখিলেশ রেড্ডির নেতৃত্বে পরিচালিত হয়। এতে দেখা যায়, রক্ত কণিকায় (আরবিসি) ২৪ ঘণ্টা কম্পন হয়। বিশ্ববিদ্যালয়ের একটি বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় সমীক্ষায় সামুদ্রিক শৈবালে অনুরূপ ২৪ ঘণ্টা ক্রিয়াশীল অভ্যন্তরীণ ঘড়ি দেখা যায়। এতে বলা হয়, এমনকি জীবনের প্রাচীন রূপের ক্ষেত্রেও এ ঘড়ি সবসময়ের জন্য প্রয়োজনীয়।

বিজ্ঞানীরা এর আগে মনে করতেন, জিনের কার্যক্রমের মাধ্যমে সার্কেডিয়ান ঘড়ি চলে। কিন্তু শৈবাল ও আরবিসির পরীক্ষায় পর তাদের ধারণা, অন্য ফ্যাক্টর এতে কাজ করছে।

স্নায়ুবিজ্ঞানী অখিলেশ রেড্ডি বলেন, ‘স্বাস্থ্যের কথা বিবেচনা করলে এর গুরুত্ব বহুগুণ। আমরা জানি, বিভিন্ন শিফটে কাজ, বিশৃঙ্খল ঘুমের সঙ্গে মেটাবলিক ডিজঅর্ডার যেমন ডায়াবেটিস, মানসিক স্বাস্থ্য সমস্যা ও এমনকি ক্যান্সারও জড়িত। ’

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যান্ড্রু মিলার বলেন, ‘এই যুগান্তকারী গবেষণা থেকে জানা গেছে, আমাদের দেহঘড়ি হচ্ছে প্রাচীন কৃৎকৌশল, যা বিবর্তনের কোটি কোটি বছর ধরে একইরূপ রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।