ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ম্যান্ডেলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ম্যান্ডেলা

জোহানেসবার্গ: টানা দুই রাত হাসপাতালে কাটানোর পর শুক্রবার ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলা। তার চিকিৎসক এ তথ্য জানিয়েছেন।

ম্যান্ডেলা (৯২) বার্ধক্যজনিত অসুস্থতার ভুগছিলেন যা তার বয়সে স্বাভাবিক। তবে তিনি বর্তমানে সুস্থ আছেন বলে শল্য চিকিৎসক জেনারেল বিজয়ানান্দ রামলাকান জানান।

দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কেগালেমা মোতলান্তে ম্যান্ডেলার পারিবারিক নাম উল্লেখ করে বলেন, ‘মাদিবা ভাল আছেন। ’

পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার ম্যান্ডেলাকে কেপটাউন থেকে জোহানেসবার্গ নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্যে ম্যান্ডেলার বন্ধু, পরিবার ও আত্মীয়রা তাকে দেখতে যান।

শুক্রবার সকালে জোহানেসবার্গের মিলপার্ক হাসপাতাল থেকে ম্যান্ডেলাকে নিয়ে যেতে হাসাপাতালের সামনে গাড়িবহর দেখা যায় বলে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানায়।

২০০৪ সালে অবসর নেওয়ার পর থেকেই দক্ষিণ আফ্রিকার স্বাধীনতার নায়ক ম্যান্ডেলা জনসম্মুখে আসা কমিয়ে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘন্টা, জানুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।