ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আবারও আলোচনার আহ্বান উ. কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১
আবারও আলোচনার আহ্বান উ. কোরিয়ার

সিউল: নতুন করে আলোচনা শুরুর জন্য উত্তর কোরিয়া আবারও দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। মূলত যুদ্ধের আশঙ্কা এবং অপ্রয়োজনীয় সংশয় ও কুসংস্কার এড়াতে শুক্রবার নতুন আলোচনার আহ্বান জানানো হয়।

খবর এএফপির।

তবে এ প্রস্তাবে আন্তরিকতার অভাব আছে উল্লেখ করে শিথিলভাবে এতে সাড়া দিয়েছে দক্ষিণ কোরিয়া।

তবে এরইমধ্যে সেনা আলোচনার মূল বিষয়গুলো সম্পর্কে সম্মত হয়েছে উভয় পক্ষ। ২৩ নভেম্বর দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী দ্বীপে উত্তর কোরিয়ার গোলা হামলার ঘটনার পর এটাই ছিলো দেশ দুটির প্রথম যোগাযোগ। এ হামলায় বেসামরিক নাগরিকসহ মোট চারজন নিহত হন।

নতুন এ প্রস্তাব সম্পর্কে একত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র চান হায়ে-স্যাং বলেন, ‘সম্প্রতি আমরা সামরিক আলোচনা শুরুর বিষয়ে আলোচনা করেছি এবং উত্তরের পরমাণু নিরস্ত্রিকরণের সদ্বিচ্ছা সম্পর্কে নিশ্চিত করতে পৃথক আলোচনার প্রস্তাব দিয়েছি। ’

‘উত্তর অব্যাহতভাবে এ ধরনের আক্রমণাত্মক আচরণ করে যাচ্ছে যা আমাদের বিবেচনায় আন্তরিকতার প্রকাশ নয়। ’

উচ্চ পর্যায়ের সামরিক আলোচনার সময় ও এজেন্ডা নির্ধারণের জন্য আগামী ১১ ফেব্রুয়ারি প্রাথমিক পর্যায়ের সেনা আলোচনার প্রস্তাব করে দক্ষিণ কোরিয়া।

এর আগে গত বছর মার্চে টর্পেডোর আঘাতে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ চিওনান ডুবির ঘটনায় ৪৬ জন নাবিক নিহত হওয়ার জন্য উত্তরকে অভিযুক্ত করে দেশটি। তবে উত্তর কোরিয়া বরাবরই এ অভিযোগ নাকচ করে।

কিন্তু প্রতিবেশী উত্তর কোরিয়ার কাছে গত বছরের হামলার দায়িত্বপূর্ণ পদক্ষেপ দাবি করে দক্ষিণ কোরিয়া। একইসঙ্গে এ ধরনের আচরণের পুনরাবৃত্তি না করারও আবেদন জানানো হয়। মূলত উচ্চ পর্যায়ের সেনা আলোচনার আগাম সতর্কতা হিসেবেই এ আহ্বান জানায় দক্ষিণ কোরিয়া।

তবে শুক্রবার উত্তরের ডেমোক্রেটিক ফ্রন্টের প্রকাশিত বিবৃতিতে শর্তহীন আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠানটি মূলত আন্তঃসীমান্ত বিষয়াদি পর্যবেক্ষণ করে থাকে।     

সরকারি বার্তাসংস্থায় প্রকাশিত এ বিবৃতিতে বলা হয়, ‘আমরা দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের কাছে অপ্রয়োজনীয় সংশয় ও কুসংস্কার বাদ দিয়ে এবং বিলম্ব না করে নিঃশর্ত আলোচনার প্রস্তাব দিয়েছি। ’

দীর্ঘ সময় ধরে চলা বিরোধের পর চলতি বছর নিজেদের অবস্থান পরিবর্তন করে পিয়ংইয়ং অব্যাহতভাবে আলোচনার আহ্বান করে। তবে এসব আবেদনের অধিকাংশের প্রতিই সন্দেহ প্রকাশ করে দক্ষিণ কোরিয়া।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুযারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।