ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোবারকের উদ্দেশে ওবামা

ক্ষমতায় থাকতে চাইলে জনগণের সম্মতি নিতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১
ক্ষমতায় থাকতে চাইলে জনগণের সম্মতি নিতে হবে

কায়রো: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা মিশরের হোসনি মোবারকের উদ্দেশে বলেছেন, ক্ষমতায় থাকতে হলে জনগণের সম্মতি নিয়ে থাকতে হবে।

ওবামা মিশরে চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর সহিংস আচরণ না করার আহ্বান জানান।



শনিবার মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক বিক্ষোভ শুরু হওয়ার পর জাতীর উদ্দেশে প্রথমবারের মতো ভাষণ দেন। ভাষণে তার সরকারের সংস্কারের কথা বললেও তিনি ক্ষমতা ছেড়ে যাওয়ার কোনো ইঙ্গিত দেননি।

মোবারকের ভাষণে হতাশা প্রকাশ করেছেন ওবামা। তিনি বলেন, হোসনি মোবারক ক্ষমতায় থাকতে চাইলে তাকে অবশ্যই জনগণের সম্মতি নিয়েই থাকতে হবে।

শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে মোবারক বলেন, ‘আমি বতর্মান সরকারকে পদত্যাগ করতে বলেছি। আগামীকালই নতুন সরকার গঠন করা হবে। ’

বিক্ষোভকারীদের একটাই দাবি, হোসনি মোবারককে ক্ষমতা ছাড়তে হবে। মহামারী আকারে ছড়িয়ে পড়া দুর্নীতি ও পুলিশী নির্যাতন বন্ধ করতে হবে। এ সরকারের আমলে এগুলো সব স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে।

ভূমধ্যসাগরীয় শহর আলেক্সান্দ্রিয়া থেকে আন্দোলনকারী খালেদ (২২)  বলেন, ‘সরকার পদত্যাগ করল কি করল না তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমরা তার (মোবারক) পদত্যাগ চাই। ’

আরেক ছাত্র আবদো (২০) বলেন, ‘দ্রব্যমূল্যের এখনো অনেক চড়া। তাদের পদত্যাগে এগুলোর সমাধান হবে না। ’

গত শুক্রবার দেশটির ইন্টারনেট, মোবাইল সেবা বন্ধ করে দিয়েছে। এগুলোই মূলত চলমান বিক্ষোভে গুরুত্বপূর্ণ পালন করেছে। তবে ওবামা এসব সেবা পুনরায় চালু করার আহ্বান জানান।

সিএনএন টেলিভিশনে চ্যানেল জানিয়েছে, কায়রোর বিক্ষোভকারীদের ওপর শনিবার গুলি ছুড়েছে পুলিশ। এ পর্যন্ত বিক্ষোভে ২৭ জন নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।