ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আন্দোলনের ঢেউ ইয়েমেনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১
আন্দোলনের ঢেউ ইয়েমেনে

সানা: ইয়েমেনের রাজধানী সানায় শনিবার শত শত বিক্ষোভকারীর সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষ হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর উৎখাতের দাবিতে কর্মীরা বিক্ষোভ করে।

বার্তাসংস্থা এএফপির সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।

একইসঙ্গে সানার মিশরীয় দূতাবাসের সামনে বিক্ষোভকারীরা সাদা পোশাকের পুলিশের বাধার সম্মুখীন হন। এ সময় বিক্ষোভকারীরা ‘বেন আলি দেশ ছেড়েছে’ এবং ‘তিউনিসিয়ার পতন হয়েছে, এরপর মিশর এবং তার পরের বার ইয়েমেন’ বলে স্লোগান দিতে থাকেন।

স্লোগানে মূলত তিউনিসিয়ার দেশ পলাতক স্বৈরশাসক বেন আলি, মিশরের আরেক স্বৈরশাসক প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে চলমান বিক্ষোভের উল্লেখ করা হয়েছে। তবে ইয়েমেনের এ সংঘর্ষে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

বিক্ষোভকারী এক নারীকর্মী তাওয়াকেল কারমান বলেন, ‘আলি আবদুল্লাহ সালেহর শাসনের পতন না ঘটানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ’ কারমান শেষ কয়েক সপ্তাহ থেকে সানায় বেশ কয়েকটি বিক্ষোভের নেতৃত্ব দেন।

আরব বিশ্বের অন্যতম প্রধান দরিদ্র দেশ ইয়েমেনে আল-কায়েদার অব্যাহত হুমকি, দক্ষিণে বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন এবং উত্তরে জাইদি শিয়া বিদ্রোহীদের বিক্ষিপ্ত হামলা বেড়ে চলেছে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।