ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরের জনতার সমর্থনে ইয়েমেন, জর্দানে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১
মিশরের জনতার সমর্থনে ইয়েমেন, জর্দানে বিক্ষোভ

সানা: মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভের সমর্থনে রাস্তায় নেমে এসেছেন ইয়েমেন ও জর্দানের শত শত মানুষ। মিশরের জনগণকে সমর্থন দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়েমেনে এ সময় দেশটির প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর বিরুদ্ধেও স্লোগান দেয় তারা।



শনিবার বিরোধী দলের রাজনীতিক এবং সাংবাদিকসহ সাধারণ মানুষ মিশরকে সমর্থনের উদ্দেশ্যে ইয়েমেনের রাজধানী সানার মিশরীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করেন। রোববার গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে রিয়া নভোস্তি এ তথ্য জানিয়েছে।

সিএনএনএর বরাত দিয়ে রাশিয়ার আন্তর্জাতিক এ বার্তা সংস্থাটি আরও জানায়, শতাধিক প্রতিবাদকারী বিক্ষোভে অংশ নেয়। এ সময় পুলিশ ও সালেহর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে দশ বিক্ষোভকারী গুরুতরভাবে আহত হন।

এর আগে, বিক্ষোভকারীদের ঠেকাতে দাঙ্গা পুলিশ মিশরীয় দূতাবাসের সড়ক বন্ধ করে দেয় বলে দৈনিক ইয়েমেন পোস্টের বরাত দিয়ে রিয়া নভোস্তি জানায়।

তবে আফ্রিকার দেশ তিউনিসিয়ায় সরকার বিরোধী বিক্ষোভের প্রভাবে গত সপ্তাহ থেকেই ইয়েমেনে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। ৩২ বছর ধরে ক্ষমতা আকড়ে থাকা ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।

তবে ২০১৩ সালে তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হলে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন বলে সালেহ গত রোববার ঘোষণা দেন।

এদিকে, শনিবার জর্দানের রাজধানী আম্মানে ট্রেড ইউনিয়নের কর্মী-সমর্থকসহ মুসলিম ও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা মিশরের চলমান সরকার বিরোধী আন্দোলনে সমর্থন জানাতে রাস্তায় নেমে আসে।

এসময় তারা মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে স্লোগান দেয় বলে রোববার সিনহুয়া জানায়।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।