ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কার: উইকিলিকসের পক্ষে সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১১
নোবেল শান্তি পুরস্কার: উইকিলিকসের পক্ষে সুপারিশ

অসলো: নরওয়ের একজন পার্লামেন্ট সদস্য বুধবার বলেন, চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তিনি উইকিলিকসকে মনোনীত করেছেন। খবর এএফপির।



ভিন্নধারার গণমাধ্যমটিকে মনোনীত কারণ হিসেবে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজসহ বিশ্বে স্বচ্ছতার একটি মাপকাঠি হচ্ছে উইকিলিকস।

ক্ষমতাসীন জোটের শরিক সোশ্যালিস্ট লেফট পার্টির পার্লামেন্ট সদস্য স্নোরে ভ্যালেন তার ব্লগে লেখেন, ‘চীনে মানবাধিকার, গণতন্ত্র ও বাক স্বাধীনতার পক্ষে লড়াইয়ের জন্য লিউ জিয়াওবোকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ’

যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘একইভাবে, উইকিলিকস বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়ের পক্ষে লড়াইয়ে অবদান রেখেছে। গণমাধ্যমটি অন্যান্য বিষয়ের সঙ্গে দুর্নীতি, যুদ্ধাপরাধ ও নিপীড়ন সংক্রান্ত তথ্য ফাঁস করে দিয়েছে। এসব অপরাধ কিছু ক্ষেত্রে নরওয়ের মিত্ররাও করেছে। ’

ইরান ও আফগান যুদ্ধ বিষয়ে উইকিলিকস হাজার হাজার গোপন মার্কিন নথি ফাঁস করেছে। কিছু দিন আগে যুক্তরাষ্ট্রের আড়াই লাখ গোপন কূটনৈতিক দলিল ফাঁস করে আবারও বিশ্ববাসীর নজরে এসেছে। এরপর ওয়াশিংটনের কাছে উইকিলিকসের জুলিয়ান অ্যাসাঞ্জ শক্তিধর শত্রুতে পরিণত হয়েছেন।

গত ৫০ বছর ধরে নোবেল পুরস্কারে মনোনীত ব্যক্তিদের নাম গোপন রাখা হলেও মনোনয়নের সঙ্গে জড়িত ব্যক্তিরা তা প্রকাশ করার স্বাধীনতা পেয়ে থাকেন। প্রতি বছর অক্টোবরে নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়।

ভ্যালেন তার ব্লগে লেখেন, উইকিলিকসের তৎপরতার কারণে স্বাভাবিকভাবে এ তালিকায় এটার নাম রয়েছে। তিউনিসিয়ার বর্তমান জেসমিন বিপ্লবে এ গণমাধ্যমটি ভূমিকা রেখেছে। দেশটির প্রেসিডেন্ট বেন আলির পরিবারের অর্থ সংক্রান্ত খবর ফাঁস করে উইকিলিকস এ বিপ্লবে ভূমিকা রেখেছে। এতে ২৪ বছরের স্বৈরশাসনের অবসান হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।