ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উত্থানশীল অর্থনীতির কিছু করার নেই: মনমোহন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উত্থানশীল অর্থনীতির কিছু করার নেই: মনমোহন

নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার জোরারোপ করে বলেছেন, উন্নত দেশগুলোর সাপেক্ষে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উত্থানশীল অর্থনীতির করার কিছু নেই। খবর এএফপির।



ভারতে ‘দিল্লি টেকসই উন্নয়ন সম্মেলনে’র উদ্বোধনী অনুষ্ঠানে মনমোহন বলেন, ভারত ও তার ১২০ কোটি জনগণ বৈশ্বিক উষ্ণায়ণের জন্য দায়ী নয়।

তিনি বলেন, ‘এমনকি ভারত যদি তার সব গ্রিনহাউস গ্যাস নির্গমন নির্মূলও করে, জলবায়ু ইস্যুতে আমরা তেমন তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারব না। বৈশ্বিক বিচারে মাত্র ৪ শতাংশ কার্বন নিঃসরণ হয় আমাদের দেশে। ’

দারিদ্যে নিমজ্জিত লাখ লাখ মানুষের উন্নতিতে বাধাগ্রস্ত হয় এমন কোনো প্রতিশ্রুতি না করতে বারবার জোর দিয়ে বলে আসছে ভারত। তবে গত ডিসেম্বর ভারতের পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ কানকুনে জলবায়ু সম্মেলনে যে কোনো বেধে দেওয়া চুক্তি রাজি হন।

প্রধানমন্ত্রী বলেন, এটা নিশ্চিত করা জরুরি, নিয়ন্ত্রণমূলক তার দেশকে নব্বই দশকে ফিরিয়ে নিয়ে যাবে না। ওই দশকের অর্থনৈতিক থেকে ভারত সবসময় মুক্তি পেতে চায়।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।