ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাঁচদিনের রিমান্ডে রাজা ও তার দুই সহকারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১
পাঁচদিনের রিমান্ডে রাজা ও তার দুই সহকারী

নয়াদিল্লি: ভারতের সাবেক যোগাযোগমন্ত্রী এ রাজা এবং তার দুই সহকারীকে বৃহস্পতিবার পাঁচদিনের পুলিশি হেফাজতে (রিমান্ডে) নেওয়া হয়েছে। ২জি স্পেকট্রাম কেলেঙ্কারির সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তারের একদিন পর তাদের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) বিশেষ আদালতে নেওয়া হয়।



রাজাসহ সাবেক টেলিকম সচিব সিদ্ধার্থ বেহুরা ও ব্যক্তিগত সচিব আর.কে. চান্দোলিয়াকে রিমান্ডে নেওয়ার আবেদন গ্রহণ করা হয়েছে বলে সিবিআই এর বিশেষ বিচারক ও.পি. সাইনাই জানান।

এ বিষয়ে তিনি বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা নিয়মের অপব্যবহার করে সমন্বিত লাইসেন্স বরাদ্দ দেয় এবং এর কারণে সরকারের ২২ কোটি রুপির সমপরিমাণ বিপুল আর্থিক ক্ষতি হয়। ’

‘এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ খুব গুরুতর এবং এর বিস্তৃত ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। অভিযোগের প্রকৃতি, গুরুত্ব ও তাৎপর্য বিবেচনায় অভিযুক্ত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। ’  

‘তাদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন গ্রহণ করা হয়েছে এবং ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে তাদের রিমান্ডে নেওয়া হবে। ’

এর আগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের মেডিক্যাল পরীক্ষা করা হবে এবং পরবর্তীতে প্রতিদিন তাদের পরিবার ও উপদেষ্টাদের সঙ্গে উভয়পক্ষের জন্য সুবিধাজনক সময়ে আধাঘণ্টার জন্য সাক্ষাতের সুযোগ দেওয়া হবে।
 
২জি স্পেকট্রাম বন্টনে অনিয়মের অভিযোগে গত ১৪ নভেম্বর মন্ত্রীর দায়িত্ব থেকে রাজা পদত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।