ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন নেপালের মাওবাদী নেতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন নেপালের মাওবাদী নেতা

কাঠমুন্ডু: প্রধানমন্ত্রী পদে মনোনীত নেপালের মাওবাদী নেতা বৃহস্পতিবার নির্বাচনী প্রতদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। একইসঙ্গে প্রতিদ্বন্দ্বি জালানাথ খানালকে সমর্থনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মধ্য দিয়ে মাসব্যাপী চলা রাজনৈতিক অচলাবস্থার নিরসন হবে বলে দলটির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

নেপালে সরকার গঠনে ১৬ বারের ব্যর্থ প্রচেষ্টা ও এ নিয়ে বড় তিন রাজনৈতিক দলের বিরোধের পর মাওবাদীদের চেয়ারম্যান পুষ্প কমল দহল বা প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।

তার আকস্মিক এ পদত্যাগের কারণে বামপন্থী ইউএমএলের (ইউনিফাইড মার্কস্টি লেনিনিস্ট) নেতা খানালের সরকার গঠনের পথ প্রশস্থ হবে বলেই ধারণা করা হচ্ছে। গত প্রশাসনও তার নেতৃত্বেই পরিচালিত হয়।     

জ্যেষ্ঠ মাওবাদী নেতাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেন প্রচন্ড। পরে সংসদে এক অধিবেশনে এ বিষয়ে ঘোষণা দেন এবং বলেন, ‘রাজনৈতিক অচলাবস্থা দূর করতে আমরা এ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। ’

‘একইসঙ্গে জনগণের ইচ্ছা অনুযায়ী নতুন সরকার ও সংবিধান গঠনে জালানাথ খানালকে সমর্থনেরও সিদ্ধান্ত নিয়েছি। ’  

মাওবাদীদের সমর্থনের মধ্য দিয়ে খানালের প্রধানমন্ত্রী পদে জয় এখন প্রায় নিশ্চিত। গত বছরের জুনে মাধব কুমার নেপাল পদত্যাগ করার পর থেকে এ পদ শূন্য আছে।

তবে খানালের সম্ভাব্য প্রশাসন সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘন্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।