ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ওবামার ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১১
ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ওবামার ফোনালাপ

ওয়াশিংটন: ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর সঙ্গে বুধবার ফোনে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সালেহর সরকারের  বিরুদ্ধে চলমান বিক্ষোভ ও ইয়েমেন পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে হোয়াইট হাউসের মুখপাত্র রবাট গিবস বৃহস্পতিবার জানিয়েছেন।



অসহিংস এবং গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিক সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ায়, সালেহর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগ।

ওয়াশিংটন আরও উল্লেখ করেছে, ইয়েমেনের জনগণের মতামত প্রকাশের এবং নির্বিঘেœ মিছিল করার অধিকার রয়েছে।

আগামী এপ্রিলে ইয়েমেনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রধান দুই বিরোধীদল নির্দিষ্ট সময়ের আগেই সালেহর ক্ষমতার অবসানের দাবি জানিয়ে রাস্তায় বিক্ষোভ করছে।

তিউনিশিয়া এবং মিশরে গণবিক্ষোভের পর ইয়েমেনে সরকার বিরোধী বিক্ষোভে হাজার হাজার জনগণ অংশ নিচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী অভিযানে সালেহ একজন বড় বন্ধু।

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।