ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে প্রেসিডেন্ট নির্বাচনের উপর শর্তারোপ জরুরি: ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১১
মিশরে প্রেসিডেন্ট নির্বাচনের উপর শর্তারোপ জরুরি: ভাইস প্রেসিডেন্ট

কায়রো: প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রার্থিতার উপর শর্তারোপ করা প্রয়োজন যাতে করে মিশরের জনগণ দেশের ভবিষ্যৎ নেতা কে হবেন সে সম্পর্কে নিশ্চিন্ত থাকতে পারে। মিশরের ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমান বৃহষ্পতিবার সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

 

প্রেসিডেন্ট হোসনি মোবারকের ক্ষমতার অবসানের বিরুদ্ধে চলমান বিক্ষোভের দশম দিনে তিনি এই মন্তব্য করেছেন।

মিশরের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে হলে একজন ব্যক্তির রাজনৈতিক দলে এক বছরের বেশি সময় নেতৃত্বের অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলটির বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর।

অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে একজন ব্যক্তিকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ২৫০ জন কর্মকর্তার সাক্ষর সংবলিত সম্মতিপত্রের প্রয়োজন হবে।

দীর্ঘ ৩০ বছর ক্ষমতায় থাকা হোসনি মোবারক বলেছেন, সেপ্টেম্বরে তার শাসনের মেয়াদ শেষ হলেই তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।