ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উইকিলিকস: অভ্যন্তরীণ আত্মঘাতী হামলার হুমকিতে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১১
উইকিলিকস: অভ্যন্তরীণ আত্মঘাতী হামলার হুমকিতে ব্রিটেন

লন্ডন: ব্রিটেনে জন্ম নেওয়া তরুণ প্রজন্মের আত্মঘাতী বোমা হামলার হুমকির মুখে পড়েছে দেশটির সরকার, আর এসব হামলাকারী গোয়েন্দা কর্মকর্তাদেরও আওতার বাইরে। সম্প্রতি উইকিলিকসে ফাঁস করা গোপন নথিতে এসব তথ্য জানা গেছে।

ব্রিটেন ভিত্তিক দৈনিক দ্য টেলিগ্রাফ এ তথ্য প্রকাশ করেছে।

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম১৬ সতর্ক করে জানিয়েছে, দেশেই জন্ম নেওয়া একটি প্রজন্মের সন্ত্রাসী হামলার হুমকির মুখে পড়েছে ব্রিটেন। গোপন মার্কিন কূটনৈতিক তারবার্তা থেকে পাওয়া এ তথ্য ফাঁস করেছে উইকিলিকস।

যেসব মৌলবাদী ব্যক্তি সন্ত্রাসবাদী প্রশিক্ষণ নিয়ে আত্মঘাতী হামলাকারী হিসেবে কাজ শুরু করে, কর্তৃপক্ষের জন্য তাদের ঠেকানো অত্যন্ত কঠিন। সন্ত্রাসবিরোধী বিভাগের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ওই গোপন নথি থেকে জানা যায়, উর্ধ্বতন একজন এম১৬ কর্মকর্তা ২০০৮ সালে ব্রিটেন সফরে যাওয়া মার্কিন কংগ্রেসম্যানকে এ বিষয়ে সতর্ক করে দেন।

২০০৮-এর এপ্রিলে মার্কিন কংগ্রেসের একদল প্রতিনিধি ব্রিটেন সফর করেন। সেসময় তারা এম১৬-এর সঙ্গে পশ্চিমা দেশগুলোয় নিরাপত্তা হুমকির ব্যাপারে করেন।

ওই বৈঠকে ফাঁস তথ্যে জানা যায়, ব্রিটেন বিদেশি ও দেশি জঙ্গিদের হুমকির মুখে পড়েছে। এতে ব্রিটিশ গোয়েন্দাদের জঙ্গি মোকাবিলায় অসামর্থ্যরে কথাও প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।